জন্ম ও মৃত্যু নিবন্ধনে সহজ তথ্য সংগ্রহে চালু হচ্ছে ওয়েবসাইট

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৮ মে, ২০২৫ at ৫:৪১ পূর্বাহ্ণ

সময়, অর্থ ও কাগজের ব্যবহার কমিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল ও সহজ করতে চালু হতে হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে জন্ম ও মৃত্যুর একটি স্থায়ী ডাটাবেজ সংরক্ষণ রাখা যাবে। পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য বিভাগ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মীর মাধ্যমে দ্রুত ডাটা সংগ্রহ করতে রাঙ্গুনিয়ায় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদেরের যৌথ পরিকল্পনা ও বাস্তবায়নে এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

গতকাল শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত ওয়েবসাইটের পরীক্ষামূলক প্রয়োগ উপলক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধনের সাথে জড়িত সকল অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়েবসাইটের কারিগরি সহায়তা প্রদান করায় চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সায়মা সিদ্দিকা সিমুকে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাব জামিলা, যুব উন্নয়ন অফিসার মো. মহিউদ্দিন, মো. ইলিয়াছ তালুকদার, মো. নুরুল আবছার চৌধুরী, আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা ও ইউনিয়ন পরিষদের সকল প্রশাসনিক কর্মকর্তা, পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ অংশীজনরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধগোলপাহাড়ে পণ্ডিতদের সাথে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধশ্রমিক নেতৃত্ব হবে সাহসী ও আপোষহীন