ক্ষমতার পালাবদলের মধ্যে বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গা ঢাকা দেওয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এই দায়িত্ব পালন করবেন বলে গত বুধবার স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
স্থানীয় সরকার বিভাগ তিনটি নির্দেশনা দেয়। সেগুলো হল–
ক. অনুপস্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পরিবর্তে উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসব কর্মকর্তারা নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা নিবন্ধকের দায়িত্ব পালন করবেন।
খ. কর্মস্থলে অনুপস্থিত পৌর মেয়রদের পরিবর্তে ওই জেলার উপ–পরিচালক (স্থানীয় সরকার) প্রয়োজন অনুযায়ী কয়েকজন কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন।
গ. কর্মস্থলে অনুপস্থিত সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার উপ–পরিচালক (স্থানীয় সরকার) প্রয়োজন অনুযায়ী দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন।
বুধবারই পৃথক আদেশে সিটি কর্পোরেশন ও উপজেলা পরিষদ পরিচালনায় নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেসব সিটিতে মেয়র উপস্থিত নেই, সেখানে প্রধান নির্বাহী কর্মকর্তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। একইভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তারা পেয়েছেন উপজেলা পরিষদ পরিচালনার আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা।