দীর্ঘদিন পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এই সময়ের আলোচিত ও ‘তুমি আমার’ খ্যাত কণ্ঠশিল্পী জনি খন্দকার। ‘লিখে দেবো’ শিরোনামের একটি গান নিয়ে ফিরছেন তিনি। গানটির কথা লিখেছেন অপু দাশ রাজু, সুর করেছেন জনি খন্দকার নিজেই। সংগীত করেছেন কেজিএম রাহাত, সংগীত পরিচালনা করেছেন জনি খন্দকার। জনি খন্দকারের সাথে ব্যান্ড সদস্য হিসেবে যুক্ত আছেন ড্রামার রাজু, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কেজিএম রাহাত, শাহবাজ শুভ। ক্যামেরায় ছিলেন খান সোহাদ। গানটির ভিডিও পরিচালনা করেছেন জনি মিউজিক টিম। স্মৃতি ফেরদৌসীর প্রযোজনায় গানটি প্রকাশ পেতে যাচ্ছে আজ বিকেল তিনটায় জনি মিউজিকের ব্যানারে। প্রেস বিজ্ঞপ্তি।