কক্সবাজার শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা মঞ্চে অনুপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহীন আকতার চৌধুরী। এমন ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নেতিবাচক আলোচনা চলছে। শাহীন আলোচিত সাবেক সাংসদ আব্দুর রহমান বদির স্ত্রী। তবে এ সময় বদি জনসভা মঞ্চে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী গতকাল বুধবার বিকাল ৩টা ৫২ মিনিটে জনসভাস্থলে উপস্থিত হন। এরপর সরাসরি উদ্বোধন মঞ্চে যান তিনি। ওখানে ২৯টি প্রকল্পের উদ্বোধন ও ৪ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদকে ডেকে নিজের পাশে দাঁড় করান প্রধানমন্ত্রী।
এর আগে জনসভা মঞ্চে কক্সবাজার-রামু আসনের সদস্য সাইমুম সরওয়ার কমল, চকরিয়া-পেকুয়া আসনের সদস্য জাফর আলম, মহেশখালী-কুতুবদিয়া আসনের সদস্য আশেক উল্লাহ রফিক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ বক্তব্য দেন। কিন্তু গুরুত্বপূর্ণ জনসভায় উপস্থিত ছিলেন না নির্বাচিত নারী সংসদ সদস্য উখিয়া-টেকনাফ আসনের শাহীন আকতার চৌধুরী।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম ৫ সংসদ সদস্যের মধ্যে একজন অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং অন্যান্য এমপির মত তার বক্তব্য রাখার সিডিউল ছিল। কী কারণে তিনি অনুপস্থিত বিষয়টি আমাদের বোধগম্য নয়।
অনুপস্থিত থাকার বিষয়টি নিয়ে শাহীন আকতার চৌধুরী এমপি ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বক্তব্য পাওয়া যায়নি। তবে আওয়ামী লীগের শীর্ষ এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আগামি নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছে। এ বিরোধের কারণে শাহীন আকতার চৌধুরী এ সভায় অনুপস্থিত ছিলেন।