‘জনশুমাারি আয়োজন, সমৃদ্ধি ও উন্নয়ন’ এ স্লোগানে জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে চন্দনাইশের দোহাজারীতে এক অবহিতকরণ সভা গত রোববার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিসংখ্যান অফিস কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহাজারী পৌর প্রশাসক নাছরীন আক্তার। দেশের প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা’ আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ শুমারিতে গণনাকারীরা সশরীরে উপজেলার প্রতিটি বাড়িতে গিয়ে ব্যক্তির সামগ্রিক তথ্য–উপাত্ত ডিজিটাল ডিভাইস ট্যাবের মাধ্যমে সংগ্রহ করবেন। তাই দেশের প্রকৃত ব্যক্তি বা পরিবার যেন গণনা থেকে বাদ না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শুমারির কাজে স্থানীয় জনপ্রতিনিধিসহ সকল শ্রেণী পেশার মানুষকে সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানানো হয়। রোহিঙ্গারা যাতে জনশুমারি ও গৃহগণনায় না আসে সেদিকে বিশেষ নজর দিতে হবে। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, স্কুলের শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসেন, পৌর সচিব মোহাম্মদ মহসিন, সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, আজিমুশ শানুল হক দস্তগীর, প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্ত্তী, জাফর আহমদ, জাফর সাদেক, এসএম জামাল উদ্দিন, মো. শাহ আলম, জাহাঙ্গীর আলম, মো. ইস্কান্দর, মো. ইয়াছিন, মো. নাজিম উদ্দিন প্রমুখ।