জনমানুষের কণ্ঠস্বর আজাদী

নাহিদ সুলতানা | রবিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৫:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের প্রাণের কণ্ঠ ‘দৈনিক আজাদী’, যে পত্রিকা প্রতিদিন আমাদের চোখে ভোরের আলো হয়ে ধরা দেয়। এর পাতায় আমরা পাই পাহাড়সমুদ্রের স্পন্দন, সাহিত্য সংস্কৃতি, মানুষের আনন্দবেদনার ছায়া, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অগ্নিশিখা। আজাদী শুধু একটি সংবাদপত্র নয়, এটি চট্টগ্রামের আত্মার ভাষা। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মুহূর্তে একজন পাঠক হিসেবে আমার কামনাআগামীর আজাদী হোক আরও সাহসী ও নির্মোহ, সত্যকে বলুক নির্ভয়ে, শুনিয়ে যাক সাধারণ মানুষের কণ্ঠ, জাগিয়ে তুলুক তরুণদের স্বপ্ন, আর পরিবেশসংস্কৃতির সুর বয়ে আনুক প্রতিটি পাতায়। সত্য, ন্যায় ও প্রতিবাদের পথে এই পত্রিকার নির্ভীক যাত্রা আমাদের ভরসার বাতিঘর হয়ে থাকুক সবসময়।

পূর্ববর্তী নিবন্ধদৌড়ে বদলে যাওয়া জীবন
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে