জনবান্ধব এই বাজেট দেশ ও জনগণের সুরক্ষার অন্যতম পদক্ষেপ

সৈয়দ নজরুল ইসলামের বাজেট প্রতিক্রিয়া

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

২০২৩২৪ অর্থ বছরের ঘোষিত বাজেটকে বর্তমান সরকারের সফল, জনকল্যাণমুখী, সুদূর প্রসারী ও যুগোপযোগী এক সাহসী বাজেট হিসেবে আখ্যা দিয়েছেন বিজিএমইএ’র প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম। এ ধরনের বাজেট পেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন। বাজেট প্রতিক্রিয়া সৈয়দ নজরুল ইসলাম বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা, টালমাটাল বিশ্ব বাণিজ্য, বিশ্বব্যাপী মূল্যস্ফীতি, প্রবাসী আয়ে ধসএমনই একটি প্রেক্ষাপটে চলমান অর্থনৈতিক মন্দাবস্থায় গণমুখী ও জনবান্ধব এই বাজেট প্রস্তাবনায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের দেশ ও জনগণের সুরক্ষার অন্যতম পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। বাজেটে কৃষি প্রধান বাংলাদেশে কৃষকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে করছাড় দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি রাখা হয়েছে। অন্যদিকে সর্বজনীন পেনশান স্কিম চালুর চিন্তাধারাও প্রমাণিত হয়েছে আমরা পরিকল্পনার রাস্তা প্রশস্ত করে দরিদ্র রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে চলছি।

সৈয়দ নজরুল ইসলাম ঘোষিত বাজেটের উল্লেখযোগ্য দিকগুলো পর্যালোচনা করে বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকটকালে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে, জাতীয় রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনসহ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাজেটে রপ্তানিতে নীতি সহায়তার সুদূর প্রসারী চিন্তার প্রতিফলন লক্ষ্য করেছেন।

তিনি বলেন, রপ্তানিমুখী শিল্প খাতের বিকাশের জন্য রপ্তানি প্রণোদনা, কর অব্যাহতি, বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা ইত্যাদি প্রদানের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বাজেটে। এছাড়াও বিভিন্ন রপ্তানিমুখী তথ্য প্রযুক্তি নির্ভর ও পরিবেশবান্ধব শিল্প স্থাপনকে উৎসাহিত করার কথা বলা হয়েছে। এছাড়াও নবায়নযোগ্য জ্বালানির উপর গুরুত্বারোপ করা হয়েছে। ২০২৬ সালে শিল্পোন্নত দেশ হতে উত্তোরণ পরবর্তী সময়ে বিশ্ব বাণিজ্য সংস্থার নির্ধারিত মাপকাঠির সাথে সামঞ্জস্য রেখে শুল্ক কাঠামো যৌক্তিকীকরণ ও রপ্তানিখাতে নগদ সহায়তা প্রত্যাহারের মত পদক্ষেপসমূহের কথা উল্লেখ করা হয়েছে। কৃত্রিম আঁশের তৈরি কাটা ফেব্রিক্স এবং নষ্ট টুকরা (এক মিটারের বেশী দীর্ঘ নয়), ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের নিকট নমুনা হিসেবে বিনামূল্যে সরবরাহকৃত ফেব্রিক্স (তিন বর্গমিটারের নীচের আকৃতির)’, এবং Taps and Braids এর উৎপাদন পর্যায়ে মূসক অব্যাহতি প্রদানের প্রস্তাব করা হয়েছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য স্থানীয়ভাবে বিদেশি বাণিজ্যিক অফিস স্থাপন, বিদেশী কর্মীদের ভিসা সুপারিশ ও কর্মানুমতি প্রদানের কর্মপদ্ধতি ২০২৩ অনুমোদন করা হয়েছে। অর্থনৈতিক অঞ্চলে আমদানিরপ্তানি প্রμিয়া সহজীকরণের জন্য কাস্টমস অফিস স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বাজেটে। স্থানীয় টেক্সটাইল শিল্পকে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রযুক্তির উন্নয়নের কারণে নতুন এইচ এস কোড সংশ্লিষ্ট কতিপয় যন্ত্রাংশ সংযোজন এবং কিছু পণ্যের বর্ণনা সংশোধনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রজ্ঞাপনটি সংশোধন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভণ্ড বৈদ্যের সংবাদ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
পরবর্তী নিবন্ধস্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, হোটেল ম্যানেজার আটক