কম্বাইন্ড হারভেস্টার মেশিন নামে ধান কাটার আধুনিক যন্ত্রে কৃষকের ধান কাটার খরচ কমেছে অর্ধেক। স্থানীয়ভাবে কায়িক শ্রমে ৪০ শতক (১ কানি) ধান কাটতে ৪ হাজার টাকার বেশি খরচ পড়ে। নতুন মেশিনে একই পরিমাণ জমির ধান কাটতে খরচ হচ্ছে ২ হাজার টাকা। এর বাইরে সনাতন পদ্ধতিতে ধান কাটতে ৮ শতাংশ ধান নষ্ট হলেও মেশিনে সেরকম আশংকা নেই। সবমিলিয়ে হারভেস্টর মেশিন কমিয়ে দিয়েছে ধান কাটার খরচ। এতে আনোয়ারার কৃষকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পাচ্ছে এই মেশিনে ধান কাটা। করোনাকালে গত বছরের চেয়েও এ বছর আনোয়ারায় বোরোর বাম্পার ফলন হয়েছে। মাঠ সোনালি ধানে ভরে গেছে। কৃষক পরিবারে পড়েছে ধান কাটার ধূম। উপজেলার ১১ ইউনিয়নে এখন চলছে ধানকাটা উৎসব। এ ধান কাটা কার্যক্রম সহজ ও গতিশীল করতে কৃষিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে অত্যাধুনিক ধান কাটার কৃষি যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার। আর এ কম্বাইন্ড হারভেস্টার মেশিন আনোয়ারার রোবোর মাঠে চমক সৃষ্টি করেছে। কৃষকদের মাঝে আস্থা বাড়ার পাশাপাশি এ মেশিনের নাম দ্রুত কৃষকদের মাঝে ছড়িয়ে পড়েছে।
আনোয়ারা উপজেলার পশ্চিম রায়পুর গ্রামের তরুণ নাইম উদ্দীন এবার মাস্টার্স পরীক্ষা দেওয়ার কথা ছিল। এই যুবক সরকারি ৭০% ভর্তুকিতে এবার নিয়েছেন ৩১ লাখ টাকা মূল্যের ইয়েনমার এ জি ৬০০ এ মডেলের কম্বাইন্ড হারভেস্টার ধান কাটার মেশিন। তার ভাই সাহাবউদ্দীনও কলেজে পড়ালেখা করেন। ইউটিউব দেখে তারা শিখেছেন হারভেস্টার মেশিন চালানোর কাজ। দু’জন মিলেমিশে এই মেশিন চালাচ্ছেন। গত ১০ দিনে এ মেশিন দিয়ে ৪০ একরেরও বেশি ধান কেটেছেন। এ হিসাবে প্রতিদিন গড়ে ৪ একর বা ১০ কানি জমির ধান কাটছেন তারা। ১ কানি জমির ধান কাটতে খরচ নিচ্ছেন ২ হাজার টাকা করে ।
নাঈম উদ্দীন জানান, এভাবে ধান কাটলে ৩০ দিনে ধান কাটা বাবদ আসবে প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা। তেল মবিল ও পরিচালনা খরচ হতে পারে ১ লাখ ৭০ হাজার। মাসে তাদের আয় সাড়ে ৫ লাখ। এভাবে ১ বছরের ৩ মৌসুমে ধান কাটলে তার যন্ত্র কেনার অর্থ উঠে আসবে।
এ মেশিন দিয়ে ধান কাটতে পেরে কৃষকেরাও দারুণ খুশি। মাঠ পর্যায়ে কৃষকের ধান কাটা দেখতে যান কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মনজুরুল হুদা, উপ-পরিচালক একরাম উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান, কৃষি সমপ্রসারণ অফিসার নুর ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরওয়ার আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ চৌধুরী।
অতিরিক্ত পরিচালক মো. মনজুরুল হুদা বলেন, ধানকাটার গ্র্যান্ড মাস্টার তার নাম কম্বাইন্ড হারভেস্টার। চট্টগ্রাম অঞ্চলে ৫টি জেলায় ৫০-৭০ শতাংশ ভর্তুকিতে ৬৬ টি হারভেস্টার মেশিন কৃষকের কাছে হস্তান্তর করা হয়েছে। বিতরণের অপেক্ষায় আছে ৩৪টি।
আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্ত মো. হাসানুজ্জামান জানান, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির দিক নির্দেশনায়, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদের সার্বিক সহযোগিতায় মুজিব বর্ষে আনোয়ারায় কৃষিতে চমক সৃষ্টি করেছে।