জনপ্রতিনিধি বাছাইয়ে ঐক্যবদ্ধ হতে হবে : জোনায়েদ সাকি

| শনিবার , ১৯ এপ্রিল, ২০২৫ at ৯:৫৯ অপরাহ্ণ

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘অতীতের মতো লুটেরা জনপ্রতিনিধি নির্বাচিত করলে দেশের উন্নয়ন হবেনা। জনগণ ও ভোটারদের ভালো জনপ্রতিনিধি বাছাই করতে হবে। এরকম প্রকৃত দেশপ্রেমিক জনপ্রতিনিধি বাছাইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

গত শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলীতে বাংলাদেশ যুব ফেডারেশনের রাউজান উপজেলা কার্যালয় উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে ইন্টারমিডিয়েট পর্যন্ত রাষ্ট্রীয় খরচে শিক্ষার ব্যবস্থা করতে হবে। শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি বিনিয়োগ করতে হবে। কারিগরি ও উচ্চশিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগ করে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে। যাতে করে এসব তরুণরা আগামীতে বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশে রূপান্তর ঘটাতে পারে।’

যুব ফেডারেশন রাউজান উপজেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক দীপেন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে দলটির কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমি, উত্তর জেলার আহবায়ক নাসির উদ্দিন তালুকদার, বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ মুইজ ও কেন্দ্রীয় সদস্য শুভাশীষ ভট্টাচার্য, যুব ফেডারেশন রাউজান উপজেলা শাখার সৌরভ বড়ুয়া, মোহাম্মদ হায়দার আলী, প্রকৌশলী উত্তম দাশ, প্রকৌশলী ওয়াহেদুজ্জামান, আশীষ দাশ, মো ওমর ফারুক বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধগাজার গণহত্যা রুখতে শাহ সুফি আমানত খান ফাউন্ডেশনের মানববন্ধন
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা