ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী বলেছেন, জননিরাপত্তা বিধানে অন্তর্বর্তী সরকারকে দায়িত্বশীল ভূমিকা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসলামিক ফ্রন্ট, মহানগরের উদ্যোগে গতকাল শুক্রবার চেরাগী মোড় সালমা ভবনস্থ ২য় তলায় সংগঠনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন্ ইসলামিক ফ্রন্ট মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ। ডা. মাওলানা হাসমত আলী তাহেরীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইলিয়াছ খান ইমু, মাওলানা মহিউদ্দিন তাহেরী, শাহজাদা মঈন উদ্দিন সানজারী, মাওলানা মাসুদ করিম চৌধুরী, কাজী আহসানুল আলম, এনামুল হক এনাম, মোহাম্মদ আজাদ রিজভী প্রমুখ।