জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা : মনজুর আলম

| রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৭:২৯ পূর্বাহ্ণ

সাবেক মেয়র আলহাজ এম মনজুর আলম বলেছেন, মানবসেবা মহৎ কাজ। মানব সেবার জন্য আমরা ৩টি প্রতিষ্ঠান বিশেষ করে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশন, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করে ১০২টি প্রতিষ্ঠানের মাধ্যমে মানবসেবা দিয়ে যাচ্ছি। তিনি বলেন, একজন জনপ্রতিনিধির নিকট এলাকাবাসী যা কিছু চাহিদা থাকে তার সবই আমাদের সেবার অংশ। ব্যক্তিগত চাওয়াপাওয়ার চাহিদা আমাদের নেই। আল্লাহ আমাদের ধনসম্পদ যা দিয়েছে তাতেই সন্তুষ্ট। ব্যবসাবাণিজ্য থেকে যা কিছু অর্জন হয় এ থেকে এক তৃতীয়াংশ আমরা মানবতার সেবায় উৎসর্গ করি। জনগনের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতেই আমরা জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করি। গতকাল শনিবার আলহাজ মোস্তফা হাকিম কলেজ মিলনায়তনে নানা শ্রেণি পেশার লোকজনের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান, ডা. কামাল উদ্দিন, আনোয়ার হোসেন, কামরুজ্জামান, লোকমান, ছানাউল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘আমি’ নয়, ‘আমরা’য় জোর দেয় লায়নিজম
পরবর্তী নিবন্ধরেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা