চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–পাঁচলাইশ–বোয়ালখালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম এমপিকে নাগরিক সংবর্ধনা দিয়েছে ৫ নম্বর মোহরা ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ। গতকাল শনিবার স্থানীয় মৌলভী বাজার সংলগ্ন ইস্পাহানী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, চান্দগাঁও–পাঁচলাইশ–বোয়ালখালীর মানুষ ভুল করেনি, তারা একজন যোগ্য লোককে এমপি নির্বাচিত করেছে। আমি যখন গণপূর্ত মন্ত্রীর দায়িত্বে ছিলাম তখন সে মন্ত্রণালয়ের অধীন আবদুচ ছালাম ছিলেন সিডিএর চেয়ারম্যান। আমি সেসময় তার কর্মস্পৃহা দেখেছি। আমি আশা করি তার উদ্যম, মেধা ও যোগ্যতা দিয়ে তিনি এলাকা ও জনগণের উন্নতি সাধনে এমপি হিসেবে সফলকাম হবেন।
বিশেষ অতিথির বক্তব্যে চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, আমি এ এলাকার সন্তান। আবদুচ ছালামও তাই। আমরা দুজন ভাই। আপনারাসহ নগরবাসী আমাকে মেয়র ও আবদুচ ছালামকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা দুজনে মিলে কাজ করলে পর্যায়ক্রমে এলাকার সব সমস্যা সমাধান দূর হয়ে যাবে।
সংবর্ধনার জবাবে আবদুচ ছালাম এমপি বলেন, আমি সংসদ সদস্য হিসেবে আপনাদের দায়িত্ব পালনের আগ্রহ নিয়ে আপনাদের কাছে গিয়েছি। আপনারা আমার উপর বিশ্বাস ও আস্থা রেখেছেন, আমাকে ভোট দিয়ে আপনাদের কথা বলার জন্য সংসদে পাঠিয়েছেন। আমি আমার সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে আপনাদের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দেব ইনশাল্লাহ।
নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক দিলীপ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ফারুকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এস এম আবুল কামাল, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন বাচ্চু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ব্যাংকার জাহেদুল আলম, পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামশুল আলম, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন নিজু, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম, ৫ নম্বর মোহরা ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বেলাল হোসেন, এস এম জসিম উদ্দিন, আবদুল মান্নান মোনাফ, কাজল দে, সামশুল আলম, সফিউল আলম সেফু।
উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যন মোহাম্মদ ঈছা, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর, আওয়ামী লীগ নেতা সাহাদাত হোসেন, এস এম আনোয়ার মির্জা, নাজিম উদ্দিন চৌধুরী, হাজি আবু তাহের, মো. আবুল হাশেম, হাসান মুরাদ চৌধুরী, মোহাম্মদ অলিদ চৌধুরী, মো. সেকান্দর, মোহাম্মদ হানিফ খান প্রমুখ।