জনগণকে ভোটমুখী করতে প্রার্থিতা করছে ইসলামী ফ্রন্ট

মতবিনিময় সভায় এম. সোলায়মান ফরিদ

| রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এম. সোলায়মান ফরিদ বলেছেন, দেশের জনগণকে ভোটমুখী করতে এ উপনির্বাচনে প্রার্থীতা করছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। যতদিন ভোট কেন্দ্রের বুথে ভোটারদেরকে ভোট দিতে না দিয়ে অন্যজন ঢুকে পড়বেন ততদিন ভোটাররা ভোটমুখী হবেন না। এজন্য নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। এ নির্বাচনে ভোট কেন্দ্রে সিসি ক্যামরা বসানোর দাবি জানাচ্ছি।

গত শুক্রবার বিকেল ৩টায় বোয়ালখালীতে উপজেলা বিআরডিবি হল রুমে চট্টগ্রাম৮ আসনের উপনির্বাচনে মোমবাতি প্রতীকের প্রার্থী স..ম আবদুস সামাদ আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন এসিড টেস্ট হিসেবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এ উপনির্বাচনে অংশ নিয়েছে। কাকে ভোট দেবে তা ভোটারদের বিষয়। আমাদের দাবি, অবাধে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। আমাদের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হোক, সমস্যা নেই। নির্বাচন কমিশনকে বলব মেরুদণ্ড সোজা করে কাজ করেন।

এ সময় স..ম আবদুস সামাদ সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে ১৬ শতাংশ ভোট কাস্টিংয়ের বিষয়টি তুলে ধরে বলেন, জনগণ যখন বুঝতে পারবেন তাদের অধিকার বাস্তবায়ন হচ্ছে তখনই তাঁরা ভোটমুখী হবেন। তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আমাদের নির্বাচিত করে দেখুন। নির্বাচনের আগে ও পরের বিষয়টি মিল থাকে কিনা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের দক্ষিণ জেলা সভাপতি অধ্যাপক আবুল মুনছুর দৌলতী, উপজেলা সভাপতি স.ম এনামুল হক, সাধারণ সম্পাদক আকতার হোসাইন তালুকদার, সহ সভাপতি কাজী ওবাইদুল হক হক্কানি, শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এম, জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ ফখরুদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনৌকার প্রার্থী নোমান আল মাহমুদের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন আজ
পরবর্তী নিবন্ধসিয়াম সাধনা পাশবিকতা থেকে দূরে থাকার নিবিড় প্রশিক্ষণ