বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, রাষ্ট্রের মালিক জনগণ। তাই জনগণকে জনগণের ক্ষমতা পুনরায় ফিরিয়ে দিতে হবে। ফ্যাসিস্ট হাসিনা জনগণের ক্ষমতাকে অগ্রাহ্য করে ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘায়িত করেছিল, কিন্তু টিকে থাকতে পারেনি। জণগণের কাঙ্খিত লক্ষ্য হলো গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু করণ। কয়েকটি জনবিচ্ছিন্ন ক্ষুদ্র মহল একত্রিত হয়ে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা জনগণের চিন্তা না করে দেশের অস্থিতিশীল পরিবেশকে দীর্ঘায়িত করতে চায়। জনগণ এখনো ধৈর্য্য ধারণ করছে, সরকারকে সময় দিচ্ছে নির্বাচনের কাঠামো মেরামতের জন্য। জনগণের দ্বারা নির্বাচিত সরকার ছাড়া দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন এবং দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
গত মঙ্গলবার হাটহাজারী পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড বিএনপির সভাপতি দীল মোহাম্মাদ এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মো. জাকির হোসেন। নূর মোহাম্মাদ, গিয়াস উদ্দিন চেয়ারম্যান, অহিদুল আলম, শুক্কুর মেম্বার, আব্দুল মন্নান, এডভোকেট মোঃ রিয়াদ উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।