সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে গতকাল বুধবার নগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন সততা, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। শহীদ জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে জাতির হাল ধরেছিলেন। দেশের মানুষ জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপিকে ক্ষমতায় আনতে তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয়ক্ষমতায় না থাকায় মানুষ আজ দুর্বিষহ জীবনযাপন করছে। মানুষ সরকারের করালগ্রাস হতে মুক্তি পেতে চায়। দেশের জনগণ যে কোনো মূল্যে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে। আর সেই সময় খুব বেশি দূরে নয়, খুব শীঘ্রই জনগণ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে বিএনপির সরকার প্রতিষ্ঠা করবে। সরকার পতনের চলমান প্রতিটি আন্দোলন সংগ্রামে দলের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম–আহ্বায়ক এনামুল হক এনাম, আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট ইফতেখার হোসেন মহসিন, এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, লায়ন নাজমুল মোস্তফা আমিন, খোরশেদ আলম, সাবেক চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী, ভিপি মোজাম্মেল, ইছহাক চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, মঈনুল আলম ছোটন, চেয়ারম্যান হামিদুল হক মন্নান, আবুল কালাম, তৌহিদুল আলম, শফিকুল ইসলাম রাহী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।