জনগণ বিএনপির অযৌক্তিক হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে

আন্দরকিল্লায় শান্তি সমাবেশে বক্তারা

| বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৮:৩৩ পূর্বাহ্ণ

কোতোয়ালী থানা আওয়ামী লীগের উদ্যোগে আন্দরকিল্লাজামালখানদেওয়ানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজিত বিএনপিজামায়াত অপশক্তির নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ গতকাল বুধবার সকাল ১০টায় আন্দরকিল্লা চত্বরে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে উচ্চতায় উন্নীত করেছেন তা এখন স্বাধীনতা বিরোধী বিএনপিজামাতের সহ্য হচ্ছে না। দেশকে তারা আবার পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিতে বিদেশিদের সাথে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে। বিএনপি এখন গণবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। জনগণ তাদের অযৌক্তিক হরতালঅবরোধ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমরা গণতন্ত্র রক্ষায় কারো সাথে সংঘাতে যেতে চাই না। জনগণ আমাদের সাথে আছে। জনগণকে সাথে নিয়েই স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপিজামাতকে রাজপথে প্রতিহত করবো। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ রাজপথে সক্রিয় রয়েছে। বিএনপিজামাতের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম মহানগরের আওতাধীন সবগুলো আসন উপহার দিতে হবে।

আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইকবাল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশীষ কুমার ভট্টাচার্য্যের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, পেয়ার মোহাম্মদ, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক আবুল মনসুর, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম বাবুল, সাধারণ সম্পাদক মিঠুন বড়ুয়া, এম.এ সোবহান, এম.এ মোনায়েম, সহসভাপতি সৈয়দুল আলম, নুরুল আমিন মিয়া, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তা, মহিউদ্দিন শাহ্‌, সেকান্দর হোসেন, মহিলা সম্পাদক সুলতানা সাবা, কাঞ্চন দাশ, আকবর আলী শাহ্‌, সামশুল আলম, শ্রীপ্রকাশ দাশ অসিত, প্রতাপ চৌধুরী, অজয় চৌধুরী, এস.এ মুরাদ, মো. মামুন, আমিনুল ইসলাম আজাদ, জাহাঙ্গীর মোস্তফা, আবু ফরহাদ আবু, ইকবাল আহমেদ ইমু, এস.এম নেছার, মো. ইছহাক, মো. ছগির পিন্টু, সলিল চৌধুরী, রতন চৌধুরী, হাবীবুর রহমান হাবিব, মো. ইয়াকুব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেজিস্ট্রিকৃত বণ্টননামা দলিল করে নামজারি করলে মামলা কমবে : ভূমিমন্ত্রী
পরবর্তী নিবন্ধবাসের ভিতর জুয়ার আসর, পুলিশের অভিযানে আটক ১০ জুয়াড়ি