জনগণ এখন পরিবর্তন চায় : শাহাদাত

বক্সিরহাটে মতবিনিময় সভা

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২০ at ১০:০৪ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, জনগণ এই সরকারের দুঃশাসন থেকে পরিবর্তন চায়। দুর্নীতি, ধর্ষণ, অন্যায়, দুঃশাসন, মানবাধিকার লংঘন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ গুম, হত্যা, নির্যাতন, মামলা, হামলায় জনগণ নিষ্পেষিত। ভোটাধিকার এবং সাংবিধানিক অধিকার রক্ষার মাধ্যমে জনগণ এখন তারা পরিবর্তন চায়। তিনি গতকাল সোমবার ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বক্তা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, আমাদের ভয়কে জয় করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এস এম মফিজ উল্লাহর সভাপতিত্বে নূর হোসেন নূরুর সঞ্চালনায় আরো বক্তব্য দেন, শাহ আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, গাজী মো. সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, হাজী বেলাল, নুরুল আক্তার, মনজুর রহমান চৌধুরী, জাকির হোসেন, এ কে এম পেয়ারু, অ্যাড. তারেক আহামদ, জসিম উদ্দিন মিন্টু, জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ৯ মাসে ১৫০ হেক্টর সংরক্ষিত বনভূমি উদ্ধার
পরবর্তী নিবন্ধফ্রান্সের ইসলাম বিদ্বেষী মনোভাব বিশ্ব মুসলিমকে আঘাত করেছে