মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, পিতার রাজনৈতিক আদর্শ চিন্তা–চেতনাকে ধারণ করেই প্রগতি ও জনকল্যাণমুখী রাজনীতিতে নিবেদিত হলেই এই দেশকে সোনার বাংলায় পরিণত করা যাবে। এই লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মুক্তির লড়াই চালিয়ে যাচ্ছেন এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে এবং এই লড়াইয়ে বিজয়ের মাধ্যমেই এই বাংলাদেশ বিশ্বসভায় শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা আমার পিতার স্বপ্নের একটি স্বাধীন দেশে বসবাস করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করে যেতে পারছি।
তিনি গতকাল সোমবার জহুর আহমদ চৌধুরীর ৫০ তম মৃত্যুবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মরহুমের কবর প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, জহুর আহমদ চৌধুরী এবং এম এ আজিজের মত নেতারাই আমাদের রাজনৈতিক শক্তির মূল প্রেরণা। তারা যে কঠিন সময় অতিক্রম করে এই দেশকে বাঙালি জাতির মুক্তির ঠিকানায় পরিণত করেছেন সেই ঠিকানাটি যেন হারিয়ে না যায়। আমাদের মধ্যে এমন একটি শক্তি আছে যে শক্তি কখনো পরাভব মানে নি। বঙ্গবন্ধু আমাদের বিজয়ের প্রাণ প্রদীপ। এই প্রদীপের শিখায় উদ্ভাসিত তাঁর কন্যা শেখ হাসিনা শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা বাঙালির অগ্রযাত্রায় বিশ্ববাসীর সমর্থন ও আস্থা অর্জনে সফলতার ফলক ছুঁয়েছেন। মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা এ কে এম বেলায়েত হোসেন, শফর আলী, আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ টিপু, ফিরোজ আহমদ, সুলতান আহমদ চৌধুরী, মরহুমের সন্তান জসিম উদ্দিন চৌধুরী, সৈয়দ মো. জাকারিয়া, রুহুল আমিন তপন, সাইফুল আলম বাবু, অ্যাড. সাহেদুল আজম শাকিল, মো. জসিম উদ্দিন। এর আগে খতমে কোরআন, দোয়া, মিলাদ মাহফিল শেষে দামপাড়াস্থ মরহুমের কবরে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।