চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে সপ্তদশ শতকের অন্যতম ইংরেজী, সাহিত্যিক ও গদ্যলেখক জন মিল্টনের ৩৪৮ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাহিত্য সন্ধ্যা গত ৭ নভেম্বর এম. আবু ছালেহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ।
সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কবি আশীষ সেন, লায়ন সুজিত কুমার দাশ, আবৃত্তিশিল্পী শাহীন ফেরদৌসী, কবি শবনম ফেরদৌসী, কবি মনজুর আলম, কবি রাশিদুল ইসলাম, এম.মনজুর আলম, সোহেল তাজ, স্বপন সেন প্রমুখ।
বক্তারা বলেন, সপ্তদশ শতকে ইংরেজি সাহিত্যকে মহিমান্বিত করেছিলেন জন মিল্টন। চরম দারিদ্র আর দৃষ্টিহীনতা তাঁর প্রতিভাকে ম্লান করতে পারেনি। প্রেস বিজ্ঞপ্তি।