জন জাগরণের মাধ্যমে অপশক্তি রুখতে হবে

রাঙ্গুনিয়ায় আলোচনা সভায় বক্তারা

| শনিবার , ২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা বেদারুল আলম চৌধুরী বেদার বলেছেন, একাত্তরের ঘাতক, ১৫ ও ২১ আগস্টের খুনীচক্র এক এবং অভিন্ন অপশক্তি। এরা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনা। ওরা দেশের সমৃদ্ধি উন্নয়ন অগ্রগতির ধারা থামিয়ে দিতে চায়। শোকের শক্তিকে জন জাগরণে পরিণত করে এই অপশক্তিকে চিরতরে রুখে দিতে হবে। গত ২৩ আগস্ট রাঙ্গুনিয়ার ধামাইরহাট ক্লাব মাঠে দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ মুছার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আহম্মদ ছৈয়দ চেয়ারম্যান, ধর্ম সম্পাদক জসীম উদ্দিন তালুকদার, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মাস্টার খোরশেদ আলম, শ্রম সম্পাদক সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর বাবু, জসীম উদ্দিন তালুকদার, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মাহামুদুল হাসান, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, সহ সভাপতি মোহাম্মদ মুছা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা সুমাইয়াতুন নূর বৃষ্টি, কবির আহমেদ, জাহাঙ্গীর মন্ডল, আবু তৈয়ব, জবুরুত উল্লাহ জয়, ফারুক আলী, লিটন গুপ্ত, আবুল কাশেম, তানভীর আহমেদ, মোহাম্মদ সাইমন, নিশাত আহমেদ, প্রণব শীল, শাকিব শিকদার প্রমুখ। সভার পূর্বে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইনসানিয়াত বিপ্লব চান্দগাঁও শাখার প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধগ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল