জটিল রোগে আক্রান্ত ৯ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান

জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট

| মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১১:৩২ পূর্বাহ্ণ

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্টের উদ্যোগে ক্যান্সারসহ দুরারোগ্য বিভিন্ন রোগে আক্রান্ত ৯ ব্যক্তিকে আর্থিক সহায়তা হিসেবে অনুদান প্রদান করা হয়। গতকাল সোমবার ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতি ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর সহায়তা প্রাপ্ত ব্যক্তিদের মাঝে অর্থের চেক তুলে দেন। সহায়তাপ্রাপ্ত রোগীরা বলেন, বর্তমানে ট্রাস্টের বিভিন্নমুখি কর্মকান্ড সর্বজন প্রশংসিত। তারা আশা করেন, ট্রাস্ট তথা দরবারের পক্ষ হতে এই তাবার্‌রুকাত বা সহায়তা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের মঙ্গল বয়ে আনবে এবং এ সহায়তা কার্যক্রম সুবিধাবঞ্চিত ও অসহায় ব্যক্তিদের জন্য চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী একাডেমির সদস্য সচিব অধ্যাপক জহুর উল আলম, ট্রাস্টের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিয়াজউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ হতে ৩ জন ক্যান্সার আক্রান্ত রোগীকে সহায়তা ছাড়াও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট, কিডনী ডায়ালিসিস, থ্যালাসেমিয়া আক্রান্ত এবং চোখের জটিল অপারেশনসহ মোট ৯ জন রোগীকে ৫ লক্ষ টাকা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজালে আটকা পড়া থেকে উদ্ধার বিদেশি পাখির বাচ্চা লস্কর দীঘিতে অবমুক্ত
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার