জঙ্গিবাদমুক্ত বিশ্ব গড়তে প্রয়োজন আউলিয়াদের দর্শন অনুসরণ

ফটিকছড়িতে মাহফিলে বক্তারা

| শনিবার , ১৫ জানুয়ারি, ২০২২ at ১১:৩১ পূর্বাহ্ণ

ইসলাম শান্তি সম্প্রীতি ও মানবতার ধর্ম। তাই ইসলামের নামে সন্ত্রাস ও সহিংসতার সুযোগ নেই। জঙ্গিবাদমুক্ত শান্তি সম্প্রীতি ও মানবিক বিশ্ব গড়তে আউলিয়ায়ে কেরামের দর্শনের অনুসৃতি প্রয়োজন। গত বুধবার হযরত আরব ফকির শাহ্‌ (রহ.) স্মৃৃতি সংসদ এবং ওরশ পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে ফটিকছড়ি পূর্ব ধর্মপুর রমজু মুন্সির হাটের পূর্ব পাশে মাজার প্রাঙ্গণে হযরত শাহসূফী আরব ফকির শাহ্‌ (রহঃ) এর বার্ষিক ওরশে বক্তারা এসব কথা বলেন। নজরুল ইসলাম শিমুলের সভাপতিত্বে এবং শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন ধর্মপুর ইউনিয়নের নবনির্বাচিত সদস্য মাহমুদুল হক। প্রধান বক্তা ছিলেন আল্লামা ওমর ফারুখ আজমী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসময়, ভ্রমণ ও সূর্যাস্ত
পরবর্তী নিবন্ধউত্তর হালিশহর আব্বাস পাড়া মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন