জঙ্গিবাদ ও মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে

প্রশিক্ষণ কর্মশালায় রাউজান পৌর মেয়র

| সোমবার , ২১ জুন, ২০২১ at ১১:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান পৌরসভার আয়োজনে গত ১৯ জুন উপজেলা সদরস্থ রাউজান দারুল ইসলাম কামিল মাদরাসা হল রুমে সংগঠনের সভাপতি মুহাম্মদ আহমদুল ইসলাম কাদেরীর সভাপতিত্বে জঙ্গিবাদ ও মাদক বিরোধী সতেচনতার লক্ষ্যে সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মুহাম্মদ বোরহান উদ্দিন ও মুহাম্মদ নাজিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মুহাম্মদ জমির উদ্দিন পারভেজ। উদ্বোধক ছিলেন উপজেলা উত্তর ইসলামী ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম হেলালী। বিশেষ অতিথি ছিলেন রাউজান দারুল ইসলাম মাদরাসার সিনিয়র মুদাররিস সিরাজুল ইসলাম সিদ্দিকী,এডভোকেট শাহেদ্দুল্লাহ জনি, আমান উল্লাহ আমান, কে এম আজাদ রানা। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রসেনার সহ সভাপতি শাহাদাত রেজা কাদেরী। বক্তব্য রাখেন মুহাম্মদ মনির উদ্দীন, শহীদুল ইসলাম মামুন। প্রশিক্ষণ প্রদান করেন এডভোকেট এ.ডি.এম আরুছুর রহমান, মুহাম্মদ আবু মুছা, জয়নুল আবেদীন কাদেরী। প্রধান অতিথি বলেন, মাদক ও জঙ্গিবাদ দুটিই আসক্তি। এগুলো আইন দিয়ে, পুলিশ দিয়ে বন্ধ করা কঠিন। এসবের নির্মূল পরিবার থেকে, সমাজ থেকে শুরু করতে হবে। তাই জঙ্গিবাদ ও মাদক নির্মূলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। কর্মশালায় উপস্থিত কাজী কায়েস উদ্দিন, তানভীর আলম, হাফেজ মারুফ, জিয়াউদ্দিন, মো.আজগর, রায়হান আকবর, সৌরভ ইসলাম, আবদুল খালেক, হাফেজ এসকান্দর,আবদুর রহিম, নজরুল ইসলাম, ইরফাত চৌধুরী, মাহফুজ আলম জীবন, আরিফ বিল্লাহ, মুহাম্মদ হামিদ, সিরাজ চৌধুরী, রায়হান উদ্দিন, শাহরাজ মনির, জাহেদুল আলম শয়ন, আবদুল করিম সিরাজী, মুহাম্মদ রিদোয়ান,আমিনুল, সিরাজ, জুনায়েদ, হামিম, তাওসিফ, সাকলাইন, রবিউল ,সাব্বির প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনার খাতুন
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি পাহাড়তলীর দাওয়াতে খায়র মাহফিল