৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলা নগরীতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী যুব সমাবেশ ও র্যালি বের করেছে।
গতকাল রবিবার নগরীর লালখান বাজারস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত যুব সমাবেশে বক্তারা বলেন, যুব সমাজকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের হাতছানি থেকে ফিরিয়ে আনতে হবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে।
চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনা সভাপতি আজিম উদ্দিন আহমেদ জনির সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান। উদ্বোধক ছিলেন অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব আল্লামা এম এ মতিন। স্বাগত বক্তব্য দেন সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ আমান উল্লাহ আমান। সমাবেশ সঞ্চালনা করেন সমাবেশ প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ আলমগীর হোসাইন ও যুগ্ম সচিব এইচ এম শহীদ উল্লাহ। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মোজাফ্ফর আহমদ মোজাদ্দেদী।
বিশেষ বক্তা ছিলেন সৈয়দ মুহাম্মদ আবু আজম। আলোচক ছিলেন কাজী মাওলানা সোলায়মান চৌধুরী, মাওলানা হাফেজ সৈয়দ রুহুল আমিন, পীরে তরিকত আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ্, মাওলানা মুহাম্মদ রেজাউল করিম তালুকদার, ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুর হোসেন, সৈয়দ মুহাম্মদ হোসেন, মাওলানা ওবাইদুল মোস্তফা কদমরসুলী, মুহাম্মদ নুরুল ইসলাম জিহাদী, অধ্যাপক মাওলানা মীর আব্দুর রহিম মুনিরী, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, নাসির উদ্দিন মাহমুদ, আলহাজ্ব মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ আলী হোসাইন, অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরী, অধ্যাপক অহিদুল আলম জাফর, মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।