সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের ত্রাস কাজী মশিউর রহমানকে (৬০) অস্ত্রসহ আঁক করেছে র্যাব-৭। এ সময় ২ রাউণ্ড গুলিভর্তি ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল, ১টি ওয়ানশুটার গান, ২টি এলজি, ১টি দুনলা বন্দুক এবং ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আঁক করে র্যাব। আঁক কাজী মশিউর রহমান খুলনার ফুলতলার পাঁগ্রামের মৃত কাজী হাসানের পুত্র। তিনি বর্তমানে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকার জাফরাবাদে বসবাস করেন।
র্যাব-৭’র সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক নিয়াজ মোহাম্মদ চপল তাকে আঁকের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে বলেন, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে বায়েজিদ লিংক রোডের ৪নং ব্রিজের নিচে এলাকার কতিপয় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আঁক করা হয়। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, সোমবার (গতকাল) সকালে অস্ত্র আইনে মামলা দায়েরের পর সন্ত্রাসী কাজী মশিউর রহমানকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করেছে র্যাব। আঁক কাজী মশিউর রহমানের বিরুদ্ধে ১৩টি সীতাকুণ্ড থানায়, ৬টি বায়েজিদ থানায়, ৩টি আকবরশাহ থানায়, ২টি চান্দগাঁও থানায়, ১টি করে হাঁহাজারী, কোতোয়ালী ও ঢাকার দক্ষিণ থানাসহ মোঁ ২৭টি মামলা রয়েছে। সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।