ভূমিমন্ত্রীর নির্দেশের পর জঙ্গল সলিমপুরের আলীনগরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পিডিবি। গতকাল থেকে আলীনগর বিদ্যুৎবিহীন। এখানে আর বিদ্যুৎ সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন ষোলশহর বিদ্যুৎ বিতরণ অফিসের সংশ্লিষ্ট প্রকৌশলী। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আলী নগর থেকে বৈদ্যুতিক খুঁটি ও বিদ্যুতের তার ষোলশহর সাব স্টেশনের পিডিবির লোকজন নিয়ে গেছে।
২৪ জুলাই ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ জঙ্গল সলিপুর এলাকা পরিদর্শনে যান। সেখানে তিনি জঙ্গল সলিমপুরকে ভূমিদস্যুমুক্ত করা হবে বলে ঘোষণা দেন এবং এখান থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন।
এই ব্যাপারে সীতাকুণ্ড উপজেলার এসিল্যান্ড আশরাফুল আলম আজাদীকে জানান, ভূমিমন্ত্রীর নির্দেশের পর ওইদিন থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এখন বিদ্যুতের খুঁটি ও তার গুলো পিডিবির ষোলশহর সাব স্টেশনের লোকজন নিয়ে যাচ্ছে।
ষোলশহর বিদ্যুৎ বিতরণ অফিস সূত্রে জানা যায়, জঙ্গল সলিমপুরের যে সীমানা থেকে আলীনগর শুরু হয়েছে সেখান থেকে বিদ্যুতের খুঁটি ও বিদ্যুৎ লাইনের তার খুলে নিয়ে এসেছে বিদ্যুৎ বিভাগ। উল্লেখ্য সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আলী নগরে অঘোষিত রাজা ছিলেন ইয়াছিন। দুই দশক আগে নোয়াখালী থেকে এসে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের গহীন পাহাড়ে গড়ে তুলে আলীনগর সাম্রাজ্য। সেখানে রাত-দিন পাহাড় কেটে প্লট বানিয়ে লাখ লাখ টাকায় প্লট বিক্রি করে রাতারাতি কোটিপতি বনে যান ইয়াছিন। গত ১৫ জুলাই সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজের গাড়ি বহর থেকে স্থানীয় ইউপি সদস্যকে নামিয়ে তাকে ব্যাপক মারধর করে ইয়াসিন বাহিনীর সদস্যরা। এ ঘটনায় ইউপি মেম্বারের ছোট ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ১৮ জুলাই ইয়াসিনকে গ্রেপ্তার করে পুলিশ।