জঙ্গল সলিমপুরে স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১৪ এপ্রিল, ২০২৩ at ৪:৫৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে শারমিন বেগম (৪০) নামে এক নারীকে জবাই করে হত্যা করেছে রিকশাচালক স্বামী। এ ঘটনায় পুলিশ ঘাতক মো. হাসান আলী প্রামাণিককে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে জঙ্গল সলিমপুরের ৩ নম্বর সমাজ এলাকায় লটকন শাহ মাজারের টিলায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হাসান আলী প্রামাণিক নীলফামারী জেলার ডেমলা থানার বন্দর খড়ভবাড়ি গ্রামের রহমান আলী প্রামাণিকের পুত্র।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী হাসান আলী বসতঘরে ধারালো দা দিয়ে গলা কেটে স্ত্রী শারমিন বেগমকে হত্যা করে। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা’টি উদ্ধার করে। ঘটনার পরপরই হাসান আলী পালিয়ে যায়।

এ ঘটনায় নিহত শারমিনের ছোট বোন কুলসুম বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ড মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। কুলসুম জানান, আমার বোনের ঘরে এক সন্তান। সে প্রতিবন্ধী। অভাবের সংসার। স্বামী হাসান আলী রিকশাচালক। প্রায় প্রতিদিন রাতে মদ খেয়ে ঘরে এসে বোনকে নির্যাতন করে। ঘটনার রাতেও মদ খেয়ে এসে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে বসতঘরে ধারালো দা দিয়ে গলা কেটে বোনকে হত্যা করে।

ওসি তোফায়েল আহমেদ বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘাতক হাসানকে বৃহস্পতিবার ফৌজদারহাটস্থ ফকির হাট কালুশাহ ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে আদালতে হাজির করলে সে নিজেকে জড়িয়ে হত্যাকাণ্ড সম্পর্কে আদালতে জবানবন্দি দেয়। রাগের বশবর্তী হয়ে সে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে স্বীকার করে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা ও বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় আহত ৮
পরবর্তী নিবন্ধপল্লী চিকিৎসকের অপারেশনে অঙ্গহানি