মহানাম সেবক সংঘের আয়োজনে জগদ্বন্ধু আশ্রম চট্টগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী ও আচার্য ড. শ্রীমন্ মহানামব্রত ব্রহ্মচারী মহারাজার আবির্ভাব উৎসব উপলক্ষে ৪দিনব্যাপী কর্মসূচি গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
জগদ্বন্ধু আশ্রম ফতেয়াবাদ উৎসব অঙ্গনে চারদিনব্যাপী মহোৎসবে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।