জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) শীর্ষ তিন পদেই জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ভোট গ্রহণের একদিন পর গতকাল বুধবার রাতে ঘোষিত ফলে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম। ৮৭০ ভোটের ব্যবধানে তিনি ছাত্রদল–ছাত্র অধিকার পরিষদের প্রার্থী একেএম রাকিবকে হারান। ভিপি পদে লড়াই জমলেও শিবিরের প্যানেলের নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বড় ব্যবধানে জয়ী হয়েছেন। আর শিবিরের প্যানেলের সহসাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানাকেও জয় পেতে শক্ত বাধা পেরোতে হয়েছে। এর মধ্য দিয়ে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর জয়ের ধারাবাহিকতা ধরে রাখল জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনটি। খবর বিডিনিউজের।
নির্বাচিত ভিপি শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫৫৫৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–ছাত্র অধিকার পরিষদের এ কে এম রাকিব পেয়েছেন ৪৬৮৮ ভোট। রাকিব ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। আর রিয়াজুল এ বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি।
৫,৪৭০ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আব্দুল আলিম আরিফ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী খাদিজাতুল কুবরার ভোট ১৯৭৩টি। আরিফ জয়ী হয়েছেন ৩৪৯৭ ভোটে। অপরদিকে এজিএস পদে শিবিরের মাসুদ রানা ৫০১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪০৭৫ ভোট। তিনি ৯৪৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।












