ছড়ায় ছন্দে সুকুমার সন্ধ্যা

| রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৮:১৮ পূর্বাহ্ণ

শিশুসাহিত্যিক সুকুমার রায়ের ১৩৮তম জন্মদিন উপলক্ষে রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি ও রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগং লেক সিটির উদ্যোগে গত ৩০ অক্টোবর নগরীর এনায়েত বাজারে ‘ছড়ায় ছন্দে সুকুমার সন্ধ্যা’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত পরিষদের সহযোগিতায় এ অনুষ্ঠানে আবৃত্তি করেন উযাইর সাদিক, পিউ বিশ্বাস, উদয় শীল, শৈনুল পূর্বা বিনু, সৌরনীল চৌধুরী, স্বস্তিকা রায়, ত্রিধা মিত্র, পূজা দেবী, সুপ্রভ দেওয়ানজী, শাহজাদী, নীলান্তিকা বড়ুয়া ও অংকিতা দত্ত।

বক্তব্য দেন আলোর প্রতিষ্ঠাতা মিরাজুল হক, পোর্ট সিটি ক্লাবের সাবেক সভাপতি ছাইফুল হুদা সিদ্দিকী, মোরশেদ আলম, সাজেদুল হক ও অ্যাডভোকেট খন্দকার মোহাম্মদ এমদাদুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সঙ্গীত পরিষদের কার্যনির্বাহী সদস্য অধ্যাপক দেবাশীষ রুদ্র। অতিথি ছিলেন সঙ্গীত পরিষদের সহসভাপতি মীর নাজমুল আহসান রবিন, সম্পাদক তাপস হোড়, রোটারিয়ান ও চলচ্চিত্র প্রযোজক কাজী জাহিদুল ইসলাম, লেফটেন্যান্ট হাসানুজ্জামান প্রমুখ।

উপস্থিত ছিলেন ফটো সাংবাদিক আসিফ ইকবাল, লেক সিটি ক্লাবের সদস্য মো. নুরুন্নবী সুমন, শিক্ষক সুখরঞ্জন হাওলাদার ও শিক্ষিকা হ্যাপি ঘোষ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসব সাংবাদিক নির্যাতনের বিচার করতে হবে
পরবর্তী নিবন্ধদোহাজারীতে বিএনপির মিছিল সমাবেশ