ছড়াসম্রাট সুকুমার বড়ুয়ার প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

আজাদী ডেস্ক | রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

ছড়াসম্রাট সুকুমার বড়ুয়ার মরদেহ গতকাল শনিবার সকালে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য দৈনিক আজাদী অফিসের সামনে আনা হয়। তার কফিনে ছড়াকার, লেখক, কবি, শিল্পীসহ সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন করেনপ্রফেসর রীতা দত্ত, অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, শিশুসাহিত্যিক সাংবাদিক বিপুল বড়ুয়া, শিশুসাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া, কবি অরুণ শীল, কবি ডা. ভাগ্যধন বড়ুয়া, অধ্যক্ষ সুপ্রতিম বড়ুয়া, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, বোধনের আবদুল হালিম দোভাষ, মাসিক আন্দরকিল্লা সম্পাদক নুরুল আবসার, শিশুসাহিত্যিকসাংবাদিক ইসমাইল জসীম, শিপ্রা দাশ, মুহাম্মদ নোমান লিটন, অনিন্দ্য বড়ুয়া, শিশুসাহিত্যিক ইফতেখার মারুফ, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি সাহাব উদ্দিন বাবু, প্রকাশক ও সংগঠক সরিৎ চৌধুরী, বীর চট্টগ্রাম মঞ্চের বিপ্লব বিজয়, নাট্য পরিচালক অনুপম বড়ুয়া পারু, লেখক আসিফ ইকবাল, উত্তম বড়ুয়া, প্রকৌশলী মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া, শিশুসাহিত্যিক অপু চৌধুরী, লেখক বিপ্লব বড়ুয়া, রিটন কুমার বড়ুয়া, সরিৎ চৌধুরী সাজু, কবি নান্টু বড়ুয়া, গকুল কান্তি বড়ুয়া, অসীম বড়ুয়া, সৈয়দা সেলিমা আখতার, বাচিকশিল্পী প্রতিমা দাশ, ছড়াকার শেলীনা আকতার খানম প্রমুখ। তারা ছড়াসম্রাটের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ এবং কথামালায় অংশগ্রহণ করেন। শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি কামরুল হাসান বাদল।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি সুকুমার বড়ুয়া পরলোকগমন করেন। আগামীকাল সোমবার রাউজানের বিনাজুরি গ্রামে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। তার জন্মদিন ৫ জানুয়ারি জাতীয় ছড়া দিবস হিসেবে প্রতি বছর উদযাপিত হয়ে আসছে।

পূর্ববর্তী নিবন্ধমানুষের হৃদয়ে খালেদা জিয়া অনন্তকাল বেঁচে থাকবেন
পরবর্তী নিবন্ধজামিন পেলেন বৈষম্যবিরোধী সেই নেতা