ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না ৩ দিনের রিমান্ডে

চন্দনপুরায় জোড়া খুন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ৬:১৪ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া এক্সেস রোডের চন্দনপুরা এলাকায় জোড়া খুনের মামলায় সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালত তার রিমান্ড মঞ্জুর করে। এর আগে পুলিশের পক্ষ থেকে তামান্নার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও বাকলিয়া থানার পরিদর্শক মোজাম্মেল হক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। গত ৩০ মার্চ গভীর রাতে এঙেস রোডের চন্দনপুরা এলাকায় একটি প্রাইভেট কারে গুলি করে দুই ব্যক্তিকে খুন করা হয়। তারা হলেন বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ। এ সময় রবিন ও হৃদয় নামে দুই ব্যক্তি আহত হয়েছিলেন।

এ ঘটনায় ১ এপ্রিল বখতেয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে ৭ জনকে আসামি করা হয়। তারা হলেন সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ, তার স্ত্রী শারমিন আক্তার তামান্না, মোহাম্মদ হাছান, মোবারক হোসেন ইমন, খোরশেদ, রায়হান ও বোরহান।

মামলার এজাহারে বলা হয়, ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর পরিকল্পনা অনুসারে আসামিরা গুলি করে মানিকসহ দুজনকে খুন করেন। পুলিশ জানায়, গত ১৫ মার্চ ঢাকা থেকে গ্রেপ্তার হন ছোট সাজ্জাদ এবং ১০ মে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে গ্রেপ্তার হন তার স্ত্রী শারমিন আক্তার তামান্না। তারা কারাগারে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআবারও বেড়েছে কাপ্তাই লেকের পানি, ছাড়া হবে আজ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ওসির স্বাক্ষর জাল করে পুলিশের বেতন-ভাতার টাকা আত্মসাৎ, দুদকের মামলা