চট্টগ্রাম জেলার শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. ফারুক আজম প্রকাশ আকাশ ও মো. জাহিদুল আলম নয়ন। গত মঙ্গলবার ফটিকছড়ি ও হাটহাজারীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বায়েজিদ থানার ওসি আরিফুর রহমান বলেন, আমরা এ দুজনকে অনেকদিন ধরে খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। বারবার স্থান পরিবর্তন করছিল তারা। তবে শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে চুরি ছিনতাই, ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি আরিফুর রহমান।