চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। সম্প্রতি তাদেরকে রাজশাহী ও ফেনীতে স্থানান্তর করা হলেও গত সোমবার রাতে বিষয়টি জানাজানি হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন,ছোট সাজ্জাদকে রাজশাহী কারাগারে আর তার স্ত্রীকে ফেনীর কারাগারে স্থানান্তর করা হয়েছে। স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের স্থানান্তর করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তবে নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় ছিল।
চট্টগ্রামজুড়ে খুন, চাঁদাবাজিসহ নানা কারণে আলোচনায় থাকা ছোট সাজ্জাদকে গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটি শপিংমল থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয় ১০ মে নগরীর বহদ্দারহাট থেকে। এরপর থেকে তারা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন।












