ছোট ভাইটি পূর্ণা শর্মা (৩২,৫০৭) | বুধবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ ছোট ভাইটি ছিল প্রিয় দেখি নাতো আর, চলে গেল আকাশেতে মন কাঁদে বার বার। আকাশের তারা হলো প্রিয় ছোট ভাই, চোখ ভিজে, মন কাঁদে সে কাছে নাই।