ছোট ভাইকে খুন করে লাশ গুম

প্রবাসী ভাইয়ের টাকা নিয়ে দ্বন্দ্ব

লামা প্রতিনিধি | বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৫০ পূর্বাহ্ণ

লামায় প্রবাসী ভাইয়ের পাঠানো দুই লাখ টাকা নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে নৃশংসভাবে খুন হয়েছে আপন ছোট ভাই। নিহতের নাম আব্দুর রহমান (২৪)। তিনি উপজেলার ফাইতং ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকার আবুল কালামের পুত্র। নিহতের লাশ রাঙ্গাঝিরির পার্শ্ববর্তী জঙ্গলে গুম করে হত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে ঘাতক বড় ভাই মো. ইউনুস।

গত রোববার রাতে হত্যার ঘটনা ঘটলেও গতকাল সোমবার রাতে ঘাতক নিজেই স্বজনদের নিয়ে জঙ্গল থেকে লাশ উদ্ধারের নাটক সাজান। খবর পেয়ে লামা থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং ঘাতক বড় ভাই মো. ইউনুসকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ফাইতং ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকার আবুল কালামের ৪ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে। তাদের মধ্যে বড় ছেলে সৌদি প্রবাসী। তার পাঠানো দুই লাখ টাকাকে কেন্দ্র করে রোববার রাত আনুমানিক ১০টার দিকে বড় ভাই ইউনুস এবং ছোট ভাই আব্দুর রহমানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে বড় ভাই ইউনুসের লাঠির আঘাতে ছোট ভাই আব্দুর রহমান মারা যায়। ছোট ভাইকে হত্যার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে ঘাতক লাশটি পার্শ্ববর্তী জঙ্গলে গুম করে। পরের দিন সোমবার রাতে ছোট ভাইকে খোঁজ করার নাম করে পরিবারের লোকজন ও স্থানীয়দের নিয়ে ঘাতক নিজেই জঙ্গল থেকে লাশ উদ্ধার করেন। খবর পেয়ে লামা থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শেষে বড় ভাই মো. ইউনুসকে গ্রেফতার করে। একই সাথে পরিবারের আরো ৬ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে।

লামা থানা অফিসার ইনচার্জ মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বড় ভাই ছোট ভাইকে খুন করে লাশ জঙ্গলে লুকিয়ে রেখে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে। টানা পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদে খুনের মূল রহস্য উদঘাটন হয় এবং বড় ভাই ইউনুসকে গ্রেফতার করা হয়। পরিবারের অপর সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় লামা থানায় থানায় মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের, মহাসচিব তৈমুর
পরবর্তী নিবন্ধরাষ্ট্র এখন রাষ্ট্র নেই, যন্ত্রণার কারখানা : ফখরুল