২২ গজে যখন চার–ছক্কা মারছেন তামিম ইকবাল, গ্যালারিতে তখন তালি দিচ্ছে তার ছেলে আরহাম ইকবাল। কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের বিদায় ঘোষণায় বার্তায় উল্লেখ ছিল এই ছেলের কথাই। তার প্রতি ছিল বাবার আবেগঘন বার্তা। সেই ছেলে এবার মাঠে বসে উপভোগ করল বাবার ফিফটি। ছেলের সামনে ভালো খেলতে পেরে ভালো লেগেছে তামিমেরও। বিপিএলে বৃহস্পতিবার চট্টগ্রামে ঢাকা ক্যাপিটালসকে ১৩৯ রানে আটকে রেখে ৮ উইকেটের জয় পায় ফরচুন বরিশাল। বোলারদের কার্যকর পরফরম্যান্সের পর ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন তামিম। ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে তিনি আউট হন দলকে জয়ের কাছে নিয়ে গিয়ে। ম্যান অব দা ম্যাচের স্বীকৃতি পান বরিশাল অধিনায়ক। ম্যাচ চলার সময় গ্যালারির দর্শকদের সঙ্গে মিশে বরিশালের পতাকা হাতে উল্লাস করতে দেখা যায় নামির ও আরহামকে। দর্শকদের সঙ্গে মিলিয়ে তারা দুজনও গলা ফাটায় ‘বুম বুম তামিম’ স্লোগানে। তামিম ফিফটি ছুঁলেন, টিভি সমপ্রচারে টি–স্পোর্টসের সঞ্চালককে তখন দেখা গেল গ্যালারিতে সেই বিশেষ দুই দর্শকের পাশে। তার এক পাশে তামিমের ছেলে আরহাম, আরেক পাশে তামিমের বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের ছেলে নামির ইকবাল। তামিম বিদায়ী বার্তায় লিখেছিলেন, তার ছেলে বাবাকে আবার জাতীয় দলে দেখতে চেয়েছিল। সেই ছেলেকে এবার জিজ্ঞেস করা হয় বাবার অবসর নিয়ে। মাঠে যখন থিসারা পেরেরার বলে ছক্কা মারছেন তামিম, ঠিক সেই সময় গ্যালারিতে আরহাম জানিয়ে দেয় তার চাওয়া, ‘আমি চাইনি তিনি অবসর নিক তবে এখন আমি চাই তিনি বিপিএল খেলে যাক।’ ৯ বছর বয়সী আরহামের চেয়ে বয়সে বড় নাফিসের ছেলে নামির। চাচার ব্যাটিং দেখে ও অবসর নিয়ে তার প্রতিক্রিয়া তাই আরেকটু গোছানো ও পরিণত। ‘তিনি খুব ভালো ব্যাট করছেন। আশা করি, তার কাছ থেকে আরও চার–ছক্কা আসবে। খুব ভালো খেলছেন তিনি। তার ফিফটি দেখে আমি খুশি। আমার খারাপ লেগেছে তিনি অবসর নেওয়ায় তবে এটা তার ব্যাপার। কোনটিতে স্বস্তি পাচ্ছেন বা পাচ্ছেন না, এটা তার ওপরই নির্ভর করে। তিনি খেলতে না চাইলে কোনো সমস্যা নেই, নিশ্চয়ই তার ভালো লাগছে না। আমার অবশ্যই খারাপ লেগেছে। আশা করি, তিনি আবার মূল ক্রিকেট দলে ফিরবেন।’ ম্যাচ–সেরা হয়ে সংবাদ সম্মেলনে যখন এলেন তামিম, তাকে প্রথম প্রশ্নই করা হলো ছেলেকে নিয়ে। বরিশাল অধিনায়ক জানালেন, এই ম্যাচ দেখার জন্যই ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছে তার ছেলে। ‘তা তো আমি দেখছিলাম না যে, ছেলে কথা বলছিল। তবে জানতাম, ও এখানে আছে। ঢাকা থেকে এসেছে, নির্দিষ্ট করে বললে এই খেলা দেখার জন্যই। ও খেলা দেখতে চাচ্ছিল। ভালো লাগছে যে, ও একটা ভালো খেলা দেখতে পেরেছে।’