ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

চন্দনাইশের হাশিমপুর নতুনপাড়া থেকে গত ৬ মে (শনিবার) বিকেলে সাতকানিয়া উপজেলায় ছেলের জন্য মেয়ে দেখতে এসেছিলেন আমেনা বেগম (৪৬)। মেয়ে দেখে রাতে ছেলে রাশেদের মোটরসাইকেলে করে ফিরছিলেন বাড়ি। কিন্তু পথিমধ্যে ছেলের মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ মে দুপুরে মারা যান তিনি। হাশিমপুর ইউপি চেয়ারম্যান এড. খোরশেদ বিন ইসহাক জানান, গত শনিবার হাশিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড নতুনপাড়ার আবু ছৈয়দ বাবুর্চির স্ত্রী আমেনা বেগম ছেলে মো. রাশেদ (২৫) সহ পরিবারের অন্যান্যরা রাশেদের জন্য মেয়ে দেখতে পার্শ্ববর্তী উপজেলা সাতকানিয়ায় যায়। মেয়ে দেখে ওইদিন রাতে আমেনা বেগম ছেলে রাশেদের মোটরসাইকেলের পেছনে বসে বাড়ি ফেরার পথে হাশিমপুর রেললাইনের পূর্ব পার্শ্বের বড়ুয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ব্যাটারিচালিত রিকশার সাথে থেকে ধাক্কা লেগে আমেনা বেগম মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান। এ সময় তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে কর্র্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ মে দুপুরে তিনি মারা যান। ওইদিন রাত ১০টায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে এক সপ্তাহে ৪ নলকূপের মাথা চুরি
পরবর্তী নিবন্ধরেল কর্মচারী হত্যার ১৯ বছর পর আসামি গ্রেপ্তার