ছেলের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন তামিম

| শুক্রবার , ১৪ এপ্রিল, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ছেলে অসুস্থ। ছেলে আরহাম ইকবাল খানকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য তাই সিঙ্গাপুর গেছেন তামিম।এর আগে ঢাকার হাসপাতালেও কিছুদিন ভর্তি ছিলেন আরহাম। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় এবার দেশের বাইরে নিয়ে যেতে হয়েছে তাকে।

জানা গেছে, পেট ব্যাথা থেকে সেরে ওঠতে পারছে না আরহাম। গতকাল সিঙ্গাপুরের উদ্দেশে ছেলেকে নিয়ে দেশ ছাড়েন তামিম। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ঢাকা টেস্ট শুরুর আগের দিন ছেলে অসুস্থ হয়ে পড়ে। ফলে সংশয় দেখা দিয়েছিল তামিমের ম্যাচ খেলা নিয়েও। পরে অবশ্য ম্যাচ খেলেছিলেন তিনি। সেই টেস্ট ম্যাচ শেষে ক্রিকেট থেকে দূরে আছেন বাঁহাতি এ ওপেনার।

পূর্ববর্তী নিবন্ধডবলমুরিং ক্লাবের নতুন কমিটি
পরবর্তী নিবন্ধনাটকীয়তার ম্যাচে মাশরাফিদের ১ রানের জয়