ছেলের অপারেশন করাতে না পেরে বাবার আত্মহত্যা

পৃথক ঘটনায় আত্মহত্যা করলেন গৃহবধূ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ মে, ২০২১ at ৫:৩৭ পূর্বাহ্ণ

ছেলের অপারেশনের টাকা জোগাড় করতে না পেরে ইপিজেডে মো. শাহীন (৪২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে ইপিজেড থানাধীন ২ নম্বর মাইলের মাথা মোস্তফা বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে। নিহত মো. শাহীন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মহসিন্দা গান্দি পাড়ার মো. বাদশার ছেলে।
এর আগে পারিবারিক কলহের জেরে কোতোয়ালীতে নন্দিতা দাশ (২৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বেলা দেড়টার দিকে কোতোয়ালী থানার রহমতগঞ্জ সিঁড়ি গোড়া এলাকার হাসান স্কয়ারে এই ঘটনা ঘটে। নিহত নন্দিতা দাশ খুলনা জেলার পাইপগাড়া বাঁকা গ্রামের অচিন্ত কুমার হালদারের স্ত্রী। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, মো. শাহীন নামের এক ব্যক্তিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এবং নন্দিতা নামে এক গৃহবধূকে দুপুর আড়াইটার দিকে হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধনগরীসহ পাঁচ উপজেলায় বন্ধ হয়ে গেল টিকাদান
পরবর্তী নিবন্ধকবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী আজ