ছেলেবেলা

জয়দীপ মুখার্জী (৩১,৩০০) | বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

বাবার ইচ্ছে ডাক্তার হবো
কাকা বলেন কবি,
মা চাইছেন ইঞ্জিনিয়ার
তার একটাই দাবি।
আমি চাইছি খেলার মাঠে
খেলবো সারাবেলা,
এভাবেই আমি কাটাতে চাই
আমার ছেলেবেলা।

পূর্ববর্তী নিবন্ধছোটাটিং ছোটো
পরবর্তী নিবন্ধনাম