ছেলেদের সম্পত্তি লিখে না দেওয়ায় মা-বাবাকে কুপিয়ে বাড়ি ছাড়া

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ১১:৪৭ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় নিজের নামে থাকা সমুদয় ভূ-সম্পত্তি লিখে না দেওয়ায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মাকে ও পিটিয়ে বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় ভুক্তভোগী মা নূর আয়েশা বেগম (৫০) বাদী হয়ে জড়িত তিন পুত্র সন্তান এবং তাদের স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের মাদরাসা পাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত মা ও বাবা আবু ছিদ্দিককে (৬০) উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় আহত নূর আয়েশা বেগম (৫০) বাদী হয়ে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।

থানায় দেওয়া অভিযোগে জানা গেছে, বিএমচর ইউনিয়নের বাসিন্দা আবু ছিদ্দিকের ৩ ছেলে বেলাল উদ্দিন, জসিম উদ্দিন ও হেলাল উদ্দিন তাদের পৈতৃক ভিটা যার যার আলাদা সংসারে বসবাস করেন। সম্প্রতি তারা ওই বসতভিটা তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। ভিটাবাড়ি লিখে না দেওয়ায় এর জের ধরে বৃহস্পতিবার তিন ভাই ও তাদের স্ত্রীরা মিলে বাবা আবু ছিদ্দিক ও মা আয়েশা বেগমকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।

এক পর্যায়ে তিন ছেলে তাদের মাকে দা দিয়ে কুপিয়ে দুই হাতের রগ কেটে দেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে তাদের বাবা আবু ছিদ্দিককে পিটিয়ে গুরুতর আহত করে।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মা-বাবাকে পিটিয়ে আহতের ঘটনায় একটি লিখিত এজাহার পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে।

পূর্ববর্তী নিবন্ধদুটি আন্তর্জাতিক ফ্লাইট আবহাওয়াজনিত কারণে চট্টগ্রামে অবতরণ
পরবর্তী নিবন্ধভেসে ওঠলো কর্ণফুলীর নিখোঁজ সাম্পান মাঝির লাশ