ছেলেদের সমান পারিশ্রমিক কিউই মেয়েদেরও

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৬ জুলাই, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

ক্রিকেটে প্রথমবারের মতো ছেলে ও মেয়েদের পারশ্রমিকে সমতা আনল নিউজিল্যান্ড ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও এই নিয়ম বজায় রেখেছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। আগামী আগস্ট মাসের ১ তারিখ থেকে এই চুক্তি কার্যকর হবে।

ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ছেলে ও মেয়ে ক্রিকেটারদের যৌথভাবে রাখা এই চুক্তিতে টেস্ট ফরম্যাটে উভয় দলের ম্যাচ ফি ১০ হাজার ২৫০ নিউজিল্যান্ড ডলার, ওয়ানডেতে ৪ হাজার ডলার ও টি-টোয়েন্টিতে আড়াই হাজার ডলার। চুক্তিতে শীর্ষ ক্যাটাগরিতে থাকা একজন নারী ক্রিকেটার আয় করতে পারবেন বছর প্রতি ১ লাখ ৬৩ হাজার ২৪৬ ডলার। আগে যা ছিল সর্বোচ্চ ৮৩ হাজার ৪৩২ ডলার।

এছাড়া নবম ক্যাটাগরিতে থাকা নারী ক্রিকেটারও আয় করতে পারবেন সর্বোচ্চ ১ লাখ ৪৮ হাজার ৯৪৬ ডলার (আগে যা ছিল সর্বোচ্চ ৬৬ হাজার ২৬৬ ডলার) এবং সপ্তদশ ক্যাটেগরিতে থাকা ক্রিকেটারদের আয় হবে এক লাখ ৪২ হাজার ৩৪৬ ডলার পর্যন্ত (আগে যা ছিল সর্বোচ্চ ৬২ হাজার ৮৩৩)। ম্যাচ ফি ছাড়াও চুক্তিতে নারী ক্রিকেটারদের সংখ্যা আরও বাড়িয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। প্রতি দলে ৯ জন করে রাখার নিয়ম বদলে বেড়ে ১২ জন করে রাখার নিয়ম করা হয়েছেন। এছাড়া ভ্রমণ, আবাসন, ট্রেনিংসহ অন্যান্য সুযোগ-সুবিধাতেও ছেলে ও মেয়ে ক্রিকেটারদের একই মান নিশ্চিত করা হয়েছে এই চুক্তিতে। থাকবে গর্ভকালীন ও মাতৃত্বকালীন সুযোগ-সুবিধাগুলোও।

এদিকে ছেলেদের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ সংখ্যা বেশি হওয়ায় তাদের সামগ্রিক আয় মেয়েদের চেয়ে বেশিই থাকবে। শীর্ষ ক্যাটাগরিতে থাকা একজন পুরুষ ক্রিকেটার আয় করতে পারবেন বছরে ৫ লাখ ২৩ হাজার ৩৯৬ ডলার পর্যন্ত। যা আগে ছিল সর্বোচ্চ ৪ লাখ ৫৯ হাজার ৭৪৭ ডলার।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের মেয়েদের কোচ হলেন চন্দরপল
পরবর্তী নিবন্ধজিম্বাবুয়ে সফর সংক্ষিপ্ত হলো টাইগারদের