ছেলেকে খাওয়ানো নিয়ে স্বামীর সঙ্গে তর্ক

গৃহবধূর আত্মহত্যা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় নিজেদের ভাড়া বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ইছাখালী আদিলপুর এলাকার একটি বহুতল ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম রেশমা আক্তার (৪০)। তার স্বামী মো. বাশার পল্লীবিদ্যুতের নোয়াপাড়া জোনাল অফিসে মিটার রিডার হিসেবে কর্মরত রয়েছেন। তাদের বাড়ি টাঙাইলের সখিপুর উপজেলার নাগপুর গ্রামে হলেও চাকরির সুবাদে তারা রাঙ্গুনিয়ায় ভাড়া বাসায় থাকতেন।
পল্লীবিদ্যুৎ কর্মী বাশার জানান, দুপুরের দিকে বাচ্চাকে ভাত খাওয়ানো নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর তিনি মসজিদে চলে যান। মসজিদ থেকে বাসায় গিয়ে দেখেন কক্ষ ভেতর থেকে আটকানো। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্ত্রীর নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের ১৪ বছরের সংসার জীবনে এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে বলে তিনি জানান।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিজিবির নতুন প্রধান মেজর জেনারেল সাকিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ও ঢাকার ৯৫ প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে