ছেলে থানায় এসে বললেন, বাবাকে খুন করেছি, আমাকে গ্রেপ্তার করুন

| মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:১৪ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও সদরে বাবাকে খুন করে এক ছেলে থানায় এসে আত্মসমর্পণ করেছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল সোমবার ভোরে শহরের শান্তিনগর এলাকার একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে ঠাকুরগাঁও সদর থাসার ওসি মো. কামাল হোসেন জানান। তিনি দাবি করেন, গোলাম আজম তার বাবাকে হত্যার পর নিজের বিচার দাবি করলে তাকে আটক হয়। নিহত ফজলে এলাহী (৫৮) একজন ব্যবসায়ী ছিলেন। তিনি ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা।

ওসি কামাল হোসেন বলেন, রোববার রাতে বাড়ি ফাঁকা পেয়ে গোলাম আজম তার বাবা ফজলে এলাহীর ঘরে ঢুকে মাথায় রড দিয়ে কয়েকবার আঘাত করেন। এরপর ঘরে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করেন। এতে ফজলে এলাহী ঘটনাস্থলেই মারা যান। খবর বিডিনিউজের।

বাবার মৃত্যু নিশ্চিত হলে ঘরে তালা লাগিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান গোলাম আজম। এরপর রাত আড়াইটার দিকে তিনি সদর থানায় এসে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা নির্মল রায়কে বলেন, আমি আমার বাবাকে খুন করেছি। নিজের বিচার চাই। আমাকে গ্রেপ্তার করুন। ওসি আরও বলেন, আজমের কথায় বিশ্বাস না হলে দায়িত্বরত ওই পুলিশ কর্মকর্তা আজমের মোবাইল ফোন থেকে তার বোনকে কল দিয়ে বিষয়টি যাচাই করতে বলেন। সে সময় আজমের বোন বাড়িতে গিয়ে ঘরের দরজায় তালা দেখতে পান। পরে পুলিশ ওই বাসা থেকে ফজলে এলাহীর লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জমিরুল ইসলাম বলেন, গোলাম আজম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে চাকরি করতেন। পরে চাকরি ছেড়ে সে বাড়িতে চলে আসে। এরপর তার মানসিক সমস্যা দেখা দেয়। এ নিয়ে তাদের পরিবারে ঝামেলা চলছিল।

পূর্ববর্তী নিবন্ধতিন বছর পর রেলের জায়গা ব্যবহারের অনুমোদন
পরবর্তী নিবন্ধরুশ জাহাজ ফিরিয়ে দেওয়া বাংলাদেশের স্বার্থের অনুকূলে হয়নি : মস্কো