ফুলে ফলে ছুঁয়েছে বসন্ত,
সূর্যমুখী আর কুমড়োর
ঝরা বকুল পলাশের গন্ধ।
সজনে ডাঁটা নুয়ে পড়েছে,
গাছের পাতাতে বাদামী –সোনালি রং
পুঁইয়ের লতাগুলো সবুজ–লালে ভরেছে।
পুর্ণিমার জ্যোৎস্নার ভরা আলো,
বসন্তের ফাগুনের পাগলা হাওয়া
পুকুরের জলে বসন্তের ঝিলমিল লাগছে ভীষণ ভালো।
বসন্তের মিষ্টি রোদে মা–কাকীরা শুকিয়েছিলেন,
পাঠায় বাটা থালা ভরা ডালের বড়ি
শুক্তোর সাথে লাল করে ভেজে রান্নায় দিতেন!
ঝিঙ্গে ফুলে মিষ্টি কুয়াশা,
প্যাঁচানো লতা টগবগিয়ে চলে
আরো অনেক ফল ধরার তীব্র আশা।
অবশেষে,
বসন্তের আবদারে নিস্তেজ থাকে বট বৃক্ষরাজিরা!