হাটহাজারী ছিপাতলী গাউছিয়া আজিজিয়া দরবারে আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়ার উদ্যাগে সুফী মুহাম্মদ আজিজুল হক আল কাদেরীর (রহ.) ৩য় বার্ষিক ওরশ আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কাদেরী দরবারের শাহাজাদা প্রফেসর আল্লামা ড. আবুল ফাতাহ মোহাম্মদ মহিউদ্দীন। এতে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিছেন অধ্যক্ষ আল্লামা শাহজাদা আবুল ফছিহ মোহাম্মদ আলাউদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।











