কক্সবাজার শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. মিজান (২৬) নামে মহেশখালীর এক টমটম চালক খুন হয়েছেন। গত শনিবার রাত ১১টায় বিজিবি ক্যাম্পের সামনে আমতলায় এ ঘটনা ঘটে। নিহত মিজান মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া গ্রামের আনছার উল্লাহর ছেলে। নিহতের পারিবারিক সূত্র ও কুতুবজুম ইউনিয়নের মেম্বার সালামত শিকদার জানান, নিহত মিজান কঙবাজার শহরে টমটম চালাতেন। নিজের গাড়ি না থাকায় শনিবার রাতে পরিচিত সহকর্মী মো. হোসাইন ড্রাইভারের গাড়িযোগে শহরের বাস টার্মিনালে যাওয়ার পথে বিজিবি ক্যাম্পের পাশে আমগাছতলায় পৌঁছলে দুজন ছিনতাইকারী চলন্ত টমটমে ঝাপটা দিয়ে মিজানের মোবাইল নিয়ে পালিয়ে যায়। এ সময় মিজান গাড়ি থেকে নেমে ছিনতাইকারীদের ধাওয়া দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কঙবাজার সদর হাসপাতালে নেওয়া হলে রাত ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল বিকালে মহেশখালীর খোন্দকার পাড়ায় তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, বিজিবি ক্যাম্প এলাকায় এর আগেও ছিনতাইকারীর ছুরিকাঘাতে একাধিক লোকের প্রাণহানি ঘটেছে।