ছিনতাইকারী থেকে মোবাইল কিনে সেই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে তারা। নগর গোয়েন্দা শাখার (উত্তর) একটি টিম এমন একটি চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ৯৫টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
গত সোমবার রাত ৩টা ৪০ মিনিটে অক্সিজেন ও রিয়াজউদ্দীন বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৭ চোর হলো মো. রবিউল হোসেন ওরফে রিফাত (২১), মাইনুল ইসলাম ওরফে যুবরাজ (২৭), আমিনুর রহমান ওরফে মানিক (২৫), মো. আরফান উদ্দিন (২৬), মামুনুর রশিদ আরফাত (৩২), মো. খালেক (২২) ও মুহাম্মদ সোহেল উদ্দিন ওরফে
সোহেল (৩০)।
নগর গোয়েন্দা শাখার (উত্তর) উপ–পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, সোমবার রাতে অক্সিজেন ও রিয়াজউদ্দীন বাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল ক্রয়–বিক্রয়ের সাথে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯৫টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। তারা বিভিন্ন এলাকার ছিনতাইকারী ও পকেটমারদের কাছ থেকে কম মূল্যে মোবাইলগুলো কিনে নেয়। পরে এসব চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিক্রি করে।
তিনি জানান, আইএমইআই নম্বর পরিবর্তন করার ফলে উদ্ধার করা চোরাই মোবাইলগুলোর মালিকানা যাচাই করা কঠিন হয়ে পড়ে। তাদের বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলা করা হয়েছে।