ছায়া রাণী দাশ

| রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ১১:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশের মা ছায়া রাণী দাশ (৮৪) পরলোকগমন করেছেন। গত শুক্রবার গভীর রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি করোনা পরবর্তী শারীরিক জটিলতায় ভুগেছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, তিন কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল দুপুরে সাতকানিয়ার উত্তর ঢেমশার পারিবারিক শ্মশানে ছায়া রাণী দাশের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। ছায়া রাণী দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন-চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতালেবান লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
পরবর্তী নিবন্ধআল্লামা শাহ আবু বক্কর